Homeখেলাক্লাবের সমালোচনা করে তোপের মুখে কন্তে

ক্লাবের সমালোচনা করে তোপের মুখে কন্তে

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (১৮ মার্চ) সাউদাম্পটনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে টটেনহ্যাম। ৭৪ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে থাকার পরও শেষ ষোলো মিনিটে দুই গোল হজম করে পূর্ণ পয়েন্ট হারায় তারা। এমন ম্যাচ জিততে না পেরে নিজের ক্লাব ও খেলোয়াড়দেরই সমালোচনা করেছেন টটেনহ্যামের ইতালিয়ান কোচ অ্যান্টনিও কন্তে।

প্রিমিয়ার লিগে শীর্ষ চারের দৌড়ে ভালোভাবেই রয়েছে টটেনহ্যাম। তবে টেবিলের একেবারে তলানিতে থাকা দলের বিপক্ষে শেষ ষোলো মিনিটে দুই গোল হজম করে শেষ পর্যন্ত জয় বঞ্চিত হয় লন্ডনের ক্লাবটি। আর এমন ম্যাচ জিততে না পেরে এবার নিজের ক্লাব ও খেলোয়াড়দেরই ধুয়ে দিলেন এ ইতালিয়ান কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কন্তে বলেন, ‘তারা (টটেনহ্যাম) এখানে এটিতে অভ্যস্ত। তারা গুরুত্বপূর্ণ কিছুর জন্য খেলে না। খেলোয়াড়রা চাপের মধ্যে খেলতে চায় না। টটেনহ্যামের গল্প গত ২০ বছর ধরে এমনই চলছে। ক্লাবটির মালিক আছে কিন্তু তারা কখনো কিছু জিতেনি। আপনারা এখন বুঝতেই পারছেন কেন?’

কন্তে আরও বলেন, ‘আপনারা এমন ম্যাচ জিততে না পারলেই কোচ কিংবা খেলোয়াড়দের দায়ী করেন…। কিন্তু এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমি গত কয়েকমাস ধরেই এমন দেখছি, যা আমার কাছে মোটেও ভালো লাগছেনা। আমি কিছু স্বার্থপর খেলোয়াড়দের দায়িত্বে রয়েছি, কোনো ক্লাবের নয়!’

‘আপনি এমন ফলাফলে এক বা দুইবার চোখ বন্ধ করে রাখতে পারবেন। তবে বারবার নয়। আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। টটেনহ্যামে এমন অনেক গুরুত্বপূর্ণ কোচ ছিল, কিন্তু সমস্যা সবসময় একই ছিল।’

ক্লাব ছাড়ার আগে সাধারণত ক্লাব ও খেলোয়াড় নিয়ে এমন সমালোচনা করে থাকেন কন্তে। চেলসি থেকে বরখাস্ত হওয়ার আগেও ক্লাব নিয়ে এমন সমালোচনা করেছিলেন কন্তে। এদিকে কন্তের এমন মন্তব্যের পর এক মুহূর্তের জন্যও অপেক্ষা না করে তাকে বরখাস্ত করতে বলেছেন সাবেক লিভারপুল ডিফেন্ডার জিমি ক্যারেগার।

কন্তের এমন মন্তব্যের পর টুইটারে ক্যারেগার বলেন, ‘এই আন্তর্জাতিক ফুটবলের বিরতিতেই কন্তে বরখাস্ত হতে চাচ্ছে। টটেনহ্যাম তাকে (কন্তে) এমন অবস্থায় না রেখে আজই (শনিবার) বরখাস্ত করা উচিত।’

চলতি মৌসুমের শুরুটা ভালোই করেছিল টটেনহ্যাম। শীর্ষ চারে থাকার দৌড়ে ভালোভাবেই এগিয়ে ছিল তারা। এখন তারা টেবিলের চারেই অবস্থান করছে। তবে তাদের অবস্থানটা নড়বড়ে। সামনের ম্যাচগুলোতে পয়েন্ট হারালেই শীর্ষ চার থেকে ছিটকে যেতে পারে তারা।

সর্বশেষ খবর