Homeশীর্ষ সংবাদস্থপতি মোবাশ্বেরের মরদেহ নেওয়া হবে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে

স্থপতি মোবাশ্বেরের মরদেহ নেওয়া হবে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে

স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

স্থপতি মোবাশ্বের হোসেনের মরদেহ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণে নেওয়া হবে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য। আজ সোমবার দুপুর ১২টা থেকে স্থপতি মোবাশ্বের হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর বাদ জোহর জানাজা হবে।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে এসব কথা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন মোবাশ্বের হোসেন। নাগরিক আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি।

স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি। এ ছাড়া সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহ্বায়কও ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনের, বিশেষ করে বিসিবির যেকোনো অনিয়মের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। ধানমন্ডি মাঠ ও তেঁতুলতলা মাঠ নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন।

সর্বশেষ খবর