Tuesday, March 21, 2023

দশ হলুদ কার্ডের ম্যাচে চেলসিকে হারাল ডর্টমুন্ড

Date:

এ সম্পর্কিত পোস্ট

আটোয়ারীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়।।   পঞ্চগড়ে মাও.আব্দুল মতিন সরকার (৫৭) নামে এক অধ্যক্ষের...

রিয়ালের মুখের হাসি কেড়ে নিল বার্সেলোনা

উত্তেজনায় ভরপুর এল ক্লাসিকোয় এবার জয় পেল বার্সেলোনা। শেষ...

রিয়ালের শিরোপার সম্ভাবনা শেষ, স্বীকার করলেন কর্তোয়া

লা লিগায় এবারের শিরোপার নিষ্পত্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল...

হ্যাটট্রিক জয়ে রিয়ালের বিপক্ষে বার্সার ‘সেঞ্চুরি’

এল ক্লাসিকো নিয়ে উন্মাদনাটা হয়তো আগের পর্যায়ে নেই। লিওনেল...

রেলস্টেশনের টিভিতে হঠাৎ পর্নো ভিডিও চালু

ভিড়ে ঠাসা রেলওয়ে স্টেশনের টিভি স্ক্রিনে আচমকা চলতে শুরু...

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সিগন্যাল এডুনা পার্কে ইংলিশ জায়ান্ট চেলসিকে ১-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটির হয়ে জয়সূচক গোলটি করেন করিম আদয়েমি। এ ম্যাচে দুদলের খেলোয়াড়রা মিলে ১০টি হলুদ কার্ড দেখেন।

প্রিমিয়ার লিগের অভিশাপ চ্যাম্পিয়ন্স লিগেও বয়ে বেড়াচ্ছে চেলসি। লিগ টেবিলে ১০ নম্বরে থাকা চেলসি এদিন চ্যাম্পিয়ন্স লিগে হেরেছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেন জার্মানির তরুণ স্ট্রাইকার করিম আদয়েমি। 

দলের পর্তুগিজ ডিফেন্ডার রাফায়েল গেরেরোর পাস থেকে বল চেলসির ডি-বক্সে নিয়ে গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে কাটিয়ে দারুণ এক গোল করেন আদয়েমি। এ এক গোলেই ডর্টমুন্ডের জয় নিশ্চিত হয়। 

এর আগে ম্যাচের প্রথম থেকেই দুদল একে অপরের বিপক্ষে আক্রমণ-পাল্টা আক্রমণ করে যায়। তবে বারবার ডি-বক্সে গিয়ে দুদলের খেলোয়াড়রাই ভুল করছিল। যার কারণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। 

চেলসির এঞ্জো ফার্নান্দেজ বেশকিছু শট নিয়েছিল দূরপাল্লা থেকে। তবে ডর্টমুন্ড গোলরক্ষক কোবেলের দৃঢ়তায় বেঁচে যায় জার্মান ক্লাবটি। শুধু যে ফার্নান্দেজই আক্রমণ করেছে চেলসির হয়ে তা নয়, এদিন গোলের জন্য অনেক চেষ্টা করেছেন মাউন্ট, হাভার্টজ ও ফেলিক্সরা। তবে ভাগ্য সহায়ক হয়নি। 

ডর্টমুন্ডও আক্রমণ করেছে। তবে চেলসি ডিফেন্ডারদের দারুণ সব ডিফেন্ডিংয়ে বেশি গোল করতে পারেনি তারা। বেইংহ্যাম, হলার, ব্র্যান্ডটরা আক্রমণ চালিয়ে তেমন সফল হয়নি। 

শেষ দিকে দুদলের খেলোয়াড় ও স্টাফদের মাঝে মারামারি হলে রেফারি হলুদ কার্ড দেখায় দুদলের খেলোয়াড়দের। পুরো ম্যাচে চেলসির চার এবং ডর্টমুন্ডের ছয়জন হলুদ কার্ড দেখেছে।   

তবে এক গোলে এগিয়ে থেকে প্রথম লেগ শেষ করেছে স্বাগতিকরা। ফলে এগিয়ে থেকেই চেলসির মাঠে যাবে জার্মান জায়ান্টরা। আগামী মাসের ৮ তারিখ হবে এ দুই দলের দ্বিতীয় লেগ।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here