Homeআন্তর্জাতিকবাংলাদেশিদের কেনাকাটায় চাঙা কলকাতার নিউমার্কেট

বাংলাদেশিদের কেনাকাটায় চাঙা কলকাতার নিউমার্কেট

করোনার সংকট কাটিয়ে আবারও চাঙা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেট এলাকা। মূলত বিপুল সংখ্যক বাংলাদেশি পর্যটকের কারণে ফের অর্থনীতির চাকা সচল হতে শুরু করেছে সেখানে।

নতুন বছরের শুরুতেই কলকাতা ঘুরতে গিয়ে ফেরার পথে ব্যাগ ভরে শপিং করে ফিরছেন বাংলাদেশি পর্যটকরা। বড়দিনের আনন্দ, বর্ষবরণের উন্মাদনা শেষে কলকাতায় কেনাকাটায় মজেছেন তারা। বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরাও। বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর গোটা নিউমার্কেট এলাকা।

মধ্য কলকাতার নিউমার্কেট ও পার্কস্ট্রিট এলাকায় রয়েছে অসংখ্য ছোট-বড় বিপণিবিতান, রয়েছে হগ মার্কেটসহ ঐতিহ্যবাহী নিউমার্কেট শপিং সেন্টারও। যেখানকার প্রধান ক্রেতা মূলত বাংলাদেশি পর্যটকরা।

পরপর দু-বছর করোনার সংকটে প্রায় বন্ধ হতে বসেছিল ওই এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। তবে মহামারি কাটিয়ে ব্যবসা আবারও চাঙা হওয়ায় খুশি ব্যবসায়ীরা।

বাংলাদেশি পর্যটকরা বলছেন, ডিসেম্বর এলেই ছুটি কাটাতে কলকাতাকেই বেছে নেন তারা। তবে শহর ঘুরে দেখতে খুব একটা খরচ না হলেও, শপিং করতে গিয়ে অনেকেরই পকেট ফাকা হচ্ছে বলে জানান তারা।

বেসরকারি হিসাব অনুযায়ী, মধ্য কলকাতার হোটেল পাড়া হিসেবে পরিচিত নিউমার্কেট এলাকার তিন শতাধিক আবাসিক হোটেলে এ মুহূর্তে অবস্থান লাখো বাংলাদেশি পর্যটকের। যাদের বেশির ভাগই ফেরার পথে কিছু না কিছু কিনতে ঢু মারছেন নিউমার্কেট এলাকায়।

সর্বশেষ খবর