Homeখেলানাইটক্লাবের বাথরুমে গুলিতে প্রাণ হারালেন ফুটবলার

নাইটক্লাবের বাথরুমে গুলিতে প্রাণ হারালেন ফুটবলার

ইতালির দক্ষিণাঞ্চলের শহর পালেরমোর একটি নাইটক্লাবের বাথরুমে লিনো সেলেসিয়া (২২) নামে সাবেক এক ফুটবলার গুলিতে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। খবর স্থানীয় সংবাদ মাধ্যম এল’ইউনিয়ন সার্দের।

বুধবার (২০ ডিসেম্বর) নিহত হন সেলেসিয়া। এর প্রায় এক মাস আগে দুই ভাইয়ের সঙ্গে ঝামেলা বাধে তার। যাদের একজনের বয়স ১৭ ও অন্যজনের ২২, তারা সহোদর। সেলেসিয়া নিহত হওয়ার পর অভিযোগটা উঠেছে তাদের ওপরই। ছোটভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ, বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ আগ্নেয়াস্ত্র সংগ্রহের।

নাইটক্লাবের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যাক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দুই সহোদরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পালেরমোর আইনজীবীরা।

ট্রাপানির হয়ে ফুটবল ক্যারিয়ার ‍শুরু করেছিলেন সেলেসিয়া। এরপর খেলেন তোরিনোতে, সেখান থেকে নিজ শহর পালেরমোতে ফিরে আসেন তিনি। অবসর নেওয়ার আগে সেলেসিয়া নিম্ন সারির দল মার্সালা, ট্রোইনা এবং পারমনভালের হয়ে খেলেন।

সর্বশেষ খবর